পুড়িয়ে দেওয়া হলো সড়ক বিভাজকের কয়েকশো গাছ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৯, ২০২৫

তিনদিনে প্রকাশ্য দিবালকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১ কিলোমিটার এলাকার কয়েকশো গাছ গান পাউডার ছিটিয়ে জ্বলিয়ে দেওয়া হয়েছে। গাছ রক্ষায় এগিয়ে আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রোববার থেকে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মহাসড়কের উপজেলার হায়দার পোল থেকে ফাল্গুনকরা দির্ঘী এলাকা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে গাছগুলো পুড়িয়ে দেওয়া হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, মহাসড়কের ৪ লেন উন্নতি করার সময় ১ লেনের গাড়ির হেডলাইটের আলো যাতে বিপরীত লেনের গাড়ির ওপর না পড়ে সেজন্য বিভাজকের ওপর লাগানো হয় বিভিন্ন প্রজাতির ফুল গাছ। এর মধ্যে রয়েছে হৈমন্তী, কুরচি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, করবী ও জারুল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত এক ধরনের বিশেষ পাউডার ছিটিয়ে জীবন্ত গাছে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে শত শত গাছ পুড়ে যায়। প্রশাসনের চোখের সামনে নাশকতামূলক এই কর্মকাণ্ড পরিচালিত হলেও প্রতিরোধে তাদের কোনো ভূমিকা দেখা যায়নি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন বলেন, “বিষয়টি জানার পর পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, “বিভাজকে কারা আগুন দিচ্ছে এবং তাদের উদ্দেশ্য কি, তা উদঘাটনে কাজ চলছে।”

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌদ্দগ্রাম স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফাল্গুনকরা দির্ঘী সংলগ্ন এলাকায় গিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানো হয়। তবে কী দিয়ে আগুন জ্বালানো হয়েছে, সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।”

কুমিল্লা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, “কী কারণে বিভাজকের গাছ পোড়ানো হচ্ছে, তা বুঝে আসছে না। আজই ঘটনাস্থল পরিদর্শন এবং দোষিদের বিরুদ্ধে মামলা করা হবে।”