পারভীন সুলতানা
পারভীন সুলতানার তিনটি ছড়া
প্রকাশিত : ফেব্রুয়ারি ০৬, ২০২৪
ঘুম পাড়ানো মাসি-পিসি
ঘুম পাড়ানো মাসি-পিসি
মোদের ফ্ল্যাটে এসো
খুকু আছে messenger
তাহার চোখে বসো।
ঘুম পাড়ানি পিসি-মাসি
পথ কি গেছ ভুলে?
নাকি এখন তোমরা নিজেই
fb আছো খুলে?
লক্ষ-হাজার ছেলে-বুড়ো
কারুরই নাই ঘুম
chat করাতে ব্যস্ত সবাই
বন্ধ করে রুম।
ঘুম পাড়ানি মাসি-পিসি
net করে দাও গুম
মিষ্টি করে সবার চোখে
দাও পাড়িয়ে ঘুম।
আসুক হাট্টিমা টিম টিম
আহা হাট্টিমা টিম টিম!
ওরা পাড়তো মাঠে ডিম!
ওরা কোথায় গেল ভাই?
তাদের ফিরিয়ে আনা চাইG
এসে পাড়ুক আবার ডিম
ওরা হাট্টিমাটিম টিম।
ডিমের মূল্য এখন চড়া
তখন কী আর বলো করা!
এবার চুকুক এ ঝামেলা
ডিম সিন্ডিকেটের খেলা
আসো হাট্টিমাটিম টিম
ওদের মাথায় পাড়ো ডিম।
হাওয়ায় ওড়ে নেতার ভাষণ
একটু ভারি বৃষ্টি হলে
রাজধানী হয় অশান্ত
জলের তোড়ে ঢাকা যেন
মহাসাগর প্রশান্ত!
বুক পানিতে বাস-টেম্পো
চার চাকাতে সাঁতরায়!
মরণ ফাঁদে পড়লো ভেবে
যাত্রী ভয়ে কাতরায়।
কাগজ গড়া নৌকা হয়ে
রিকশা, গাড়ি ভাসন্ত!
হাওয়ায় ওড়ে নেতার দেয়া
উন্নয়নের ভাষণ তো!