জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

পারভীন সুলতানার কবিতা ‘প্রাণের মানুষ বঙ্গবন্ধু’

প্রকাশিত : মার্চ ০৭, ২০২৪

নদী টলমল, অবারিত মাঠ,পুঁথি, পালাগান
রাখালের বাঁশি, চারদিকে কত রঙ বন্ধু!
সবুজের ছবি,মধুমতি নদী,জলে সাম্পান
এ বাংলাকেই ভালোবেসেছিল বঙ্গবন্ধু।

 

হিজল, তমাল সব ছিল তার প্রাণ চিত্র
এই সব মায়া দিয়াছিলো তাকে সঙ্গ বন্ধু।
বুকে ছিল তাঁর বাংলাদেশের মানচিত্র,
স্বাধীন পতাকা লাল সবুজের রঙও বন্ধু।

দেশের মাটি, ফলবতী ক্ষেত, পাখি সুন্দর,
প্রতি ধুলা কণা ছিল যেন তাঁর অঙ্গ বন্ধু!
হৃদয় অতলে যাঁর নাম লেখা সেই গুণ ধর
আর কেউ নয়; প্রাণের মানুষ বঙ্গবন্ধু।