পারফিউমের ঘ্রাণ দীর্ঘক্ষণ রাখার উপায়

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৯, ২০২৪

সবাই চায় পারফিউমের গন্ধ দীর্ঘ সময় রাখতে, যেন সারাদিন শরীর থেকে সতেজ ও সুন্দর ঘ্রাণ আসে। পারফিউম ব্যবহার করার নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেসব জায়গায় পারফিউম ব্যবহারে অনেকক্ষণ ধরে সুঘ্রাণ থাকে।

আমাদের দৈনন্দিন জীবনের একটি প্রয়োজনীয় জিনিস পারফিউম বা বডি স্প্রে। বিশেষ করে গরমের সময়ে পারফিউম ছাড়া বাইরে বের হওয়ার কথা ভাবাই যায় না।

সবাই চায় পারফিউমের গন্ধ দীর্ঘ সময় রাখতে। যেন সারাদিন শরীর থেকে সতেজ ও সুন্দর ঘ্রাণ আসে। কিন্তু দেখা যায় যে পারফিউম ব্যবহারের কিছুক্ষণ পরই সুগন্ধ আর থাকে না।

সুগন্ধী বা পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী করার রয়েছে নানা নিয়ম। সুগন্ধি ব্যবহার করার নির্দিষ্ট কিছু জায়গা আছে, সেসব জায়গায় সুগন্ধি ব্যবহার করলে অনেকক্ষণ ধরে প্রিয় সুঘ্রাণ ঘিরে রাখবে আপনাকে।

গোসলের পর
গোসলের ঠিক পরপরই পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করবেন। এতে করে সুঘ্রাণ দীর্ঘ সময় থাকে। কারণ গোসলের পর ত্বকের রন্ধ্রগুলি খোলা থাকে যার কারণে সেই সময় ত্বক পারফিউমের জন্য আদর্শ। এছাড়া গোসলের পর শরীরে ময়শ্চারাইজার ব্যবহার করে পারফিউম লাগালে ঘ্রাণ দীর্ঘক্ষণ থাকবে।

পালস পয়েন্ট
বিশেষজ্ঞদের মতে, পালস পয়েন্টের উষ্ণতা পারফিউমকে হিট দেয় এবং এটি আরও সুন্দর ঘ্রাণ ছড়ায়। এটি সুগন্ধ বাড়িয়ে তোলে এবং এটি দীর্ঘ সময় ধরে সুন্দর ঘ্রাণ দেয়। তাই দীর্ঘসময় সুগন্ধ ধরে রাখতে চাইলে পালস পয়েন্টে পারফিউম স্প্রে করতে পারেন।

গলার পাশে
চিবুকের নিচে গলার দুপাশে পারফিউম ব্যবহার করুন। এতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে। এছাড়া কানের পেছন পারফিউম ব্যবহারের জন্য পারফেক্ট স্থান। এটি বাষ্পীভবন রোধ করে গন্ধ সংরক্ষণ করে।

ভ্যাসলিন
বডি বা হাতে পারফিউম স্প্রে করার আগে সেই জায়গায় একটু পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন, তা হলে অনেকক্ষণ সুঘ্রাণ টিকে থাকবে। বিশেষ করে বগলে, গলায় এবং হাতের কব্জিতে কিছুটা ভ্যাসলিন মেখে নিয়ে তারপর সে জায়গায় পারফিউম বা বডি স্প্রে লাগান।

শুকনা স্থান
অনেকের অভ্যাস, বাথরুমে বাকি প্রসাধনীর সঙ্গে পারফিউমের রেখে দেওয়া। কিন্তু বাথরুমের ভিতরে আর্দ্রতা সব সময়ে বেশি থাকে। পারফিউম রাখতে হয় একটু অন্ধকার কিন্তু শুকনা স্থানে।