পাকিস্তানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, নিহত ১১
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৪
পাকিস্তানে খুররাম জেলায় দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষে ১১ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের খুররাম জেলায় দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের মধ্যে কী কারণে গুলি বিনিময় হয়, তা জানা যায়নি।
পুলিশ জানায়, মকবাল উপজাতিরা গুলি চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে কাঞ্জ আলিজাই উপজাতির দুজন আহত হয়।
প্রদেশের সাবেক সংসদ সদস্য পীর হায়দার আলি শাহ বলেন, “নৃগোষ্ঠীগুলোর মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করার জন্য প্রবীণরা কুররামে এসেছিলেন। তবে সাম্প্রতিক গোলাগুলির ঘটনা দুঃখজনক এবং দীর্ঘস্থায়ী শান্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।”
এর আগে গত মাসে জমি সংক্রান্ত বিরোধের জেরে সশস্ত্র শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে কয়েক দিনের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়। সূত্র: আল জাজিরা