পদ্মা সেতু নিয়ে যাকির সাইদের চারটি গান
প্রকাশিত : জুন ৩০, ২০২২
এক.
স্বপ্ন হলো সত্যি রে আজ স্বপ্ন হলো সত্যি
বিশ্ববাসী দেখো চেয়ে মিথ্যে নয় এক রত্তি
স্বপ্ন হলো সত্যিরে আজ স্বপ্ন হলো সত্য।
বঙ্গবন্ধু করেছিলেন স্বপ্ন সেতুর চাষ
স্বপ্ন বানের স্বপ্ন কন্যা করেনি নিরাশ
জয়তু শেখ হাসিনা জয় তোমার জয়
তোমার জয়ে আমরা জয়ী বিশ্ব চেয়ে রয়
আনন্দে মন নাচেরে আজ খুশিতে মন নাচে
দেখো বীর বাঙালি খুশিতে আজ মত্ত।।
কত দেশের বিরোধিতা বিশ্বব্যাংকের না
এতে কি আর দমেরে নাম যে শেখ হাসিনা
মিলন মধুর দুই পারেতে ঘামে আর রক্ত ভেজা ফুল
যেই না কথা সেই না কাজ নড়েনি এক চুল
স্বপ্ন নয় আজ পদ্মা সেতু স্বপ্ন নয়রে আজ
তাইতো কোটি বাঙালির আনন্দে চোখ সিক্ত।।
দুই.
পদ্মা সেতু শেখ হাসিনা করলো রে নির্মাণ
বীর বাঙালির খুশিতে মন হইলো রে আটখান
পদ্মাসেতু শেখ হাসিনা করলো রে নির্মাণ।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ভালোবাসা প্রেম ছিল
ও তার যোগ্য মেয়ে শেখ হাসিনা রাইখাছে সম্মান
বিশ্ববাসী দেখো চেয়ে মুজিব পিতার সোনার মেয়ে
জননেত্রী শেখ হাসিনা করলো রে প্রমাণ
পদ্মাসেতু শেখ হাসিনা করলো রে নির্মাণ।।
নিজের দেশের নিজের টাকায় সদিচ্ছা আর ভালোবাসায়
ধার না ধারি কারো কাছে কোটি বাঙালি সাথে আছে
কী আসে যায় পরের কথায়, বাঁচি না তো কারো দয়ায়
শেখের বেটি শেখ হাসিনা রাইখাছে সম্মান
পদ্মাসেতু শেখ হাসিনা করলো রে নির্মাণ।।
তিন.
পদ্মা নদীরে, ও আমার পদ্মা সেতু রে
শোনরে আজ জগৎবাসী পদ্মা সেতুর কথা
ওরে বীর বাঙালির পদ্মা সেতুর কথা
আমার পদ্মা সেতুর কথা।
পদ্মা সেতু দাঁড়ায় আছে অরূপ মহিমায়
দেখায় দিল শেখের বেটি শেখ হাসিনায়
হার মানে না বীর বাঙালি নোয়ায় নারে মাথা
ইতিহাসে লেখা হইলো পদ্মা সেতুর গাঁথা
বাঙালির পদ্মা সেতুর কথা।।
সেতু তো নয় বাঙালিদের বুকের পাঁজর দেখো
আনন্দ আর চোখের জলে মুজিব কথা লেখো
দানে নয় আর দক্ষিণায়ও না নিজেদেরই টাকায়
আকাশ সমান উঁচু হইল বাঙালিরই মাথা
বাঙালির পদ্মা সেতুর কথা।।
চার.
একাত্তরের রাজাকার আর পঁচাত্তরের খুনি
বাংলাদেশের কোথায় তারা বল না রে ভাই শুনি
ওরে পচাঁত্তরের খুনি।
একাত্তরের মুক্তিযুদ্ধে যারা বিশ্বাসঘাতক
পদ্মা সেতুর বিরোধিতায় তারাই চরম পাতক
শেখ হাসিনা বোনরে আমার তুমি মায়ের মতন
তোমার মুখেই বাঙালিদের বিজয় কথা শুনি
ওরে পচাঁত্তরের খুনি।।
আমার পিতা করেছিলেন পদ্মা সেতুর আশ
শেখ হাসিনা প্রমাণ করলো আমরা তো নই দাস
প্রেমে ভরা হৃদয় হলে মানে না রে বাধা
মুখে মুখে বাঙালিদের আনন্দেরই ধ্বনি
ওরে পচাঁত্তরের খুনি।।