পদার্থবিজ্ঞানী শিশির কুমার মিত্রর আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৪, ২০২৪

পদার্থবিজ্ঞানী শিশির কুমার মিত্রর আজ জন্মদিন। ১৮৯০ সালের ২৪ অক্টোবর কলকাতার হুগলি জেলার কোন্নগর শহরতলিতে তার জন্ম। পিতা জয়কৃষ্ণ মিত্র। মা শরৎকুমারী দেবী মেডিকেল ছাত্রী।

১৮৯২ সালে শরৎকুমারী ক্যাম্পবেল মেডিকেল কলেজ থেকে চিকিৎসক হিসেবে যোগ্যতা অর্জন করেন। এরপর ভাগালপুর নগরের লেডি ডাফরিন হাসপাতালে চাকরি আরম্ভ করেন।

ভারতীয় উপমহাদেশে বেতার যোগাযোগ সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক শিক্ষাদান শুরু হয় ডক্টর শিশির কুমার মিত্রের হাত ধরে। কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়ার পর তিনি তার প্রাক্তন কলেজ টি টি এন এন কলেজের লেকচারার হিসেবে নিযুক্ত হন।

১৯১২ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিযুক্ত হন। ১৯১৯ সালে ডিএসসি ডিগ্রি লাভের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে `ইন্টারফিয়ারেন্স অ্যাণ্ড ডিফ্র্যাকশান অফ লাইট` বিষয়ে গবেষণা করেন।

তার উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বেতার-পদার্থবিদ্যা বিভাগ চালু হয়। বায়ুমণ্ডলীয় বিজ্ঞানচর্চার ওপর তার লেখা `দি আপার অ্যাটমোস্ফিয়ার` বইটি সেকালে অন‍্যতম গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য বই ছিল। ১৯৬৩ সালের ১৩ আগস্ট তিনি মারা যান।