
নোংরা রাজনীতির নামে রক্তপাত বন্ধ হোক: চঞ্চল চৌধুরী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১৭, ২০২৪
নোংরা রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ বুধবার দুপুরে তিনি ফেসবুক পোস্টে এ আহ্বান জানান।
চঞ্চল চৌধুরী লেখেন, “পেশাগত কাজে প্রায় বিশ দিন আমেরিকায় থাকার পর মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই ক’দিনের নিউজগুলো দেখে হতবাক হয়েছি, হয়েছি শোকাহত। সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল, এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক ও সভ্যতাবহির্ভূত!”
তিনি আরও লেখেন, “আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিনেতা হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝি না। শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক।”
চঞ্চল চৌধুরী অভিনীত কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’ ১৫ আগস্ট বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পাচ্ছে। ছবিটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল।