নেপালে বন্যায় মৃত ১৯২

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে নেপালে সোমবার পর্যন্ত মারা গেছে ১৯২ জন। নিখোঁজ রয়েছে ৩০ জন। শুক্রবার থেকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। তা থেকেই বন্যা ও ভূমিধস শুরু হয়। রোববার দেশটিতে বৃষ্টির পরিমাণ কমে।

নেপালের পুলিশ কর্মকর্তারা জানায়, টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত ১৯২ জন মারা গেছে। সেইসঙ্গে দেশজুড়ে আহত হয়েছে ৯৪ জন এবং ৩০ জন এখনো নিখোঁজ।

রোববার রাতজুড়ে ১৪ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। ভুক্তভোগীরা দুটি বাসে করে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল এবং পথিমধ্যে ভূমিধস হয়। রোববার গাড়ি থেকে ২৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানায়, সরকার তল্লাশি, উদ্ধার ও ত্রাণ বিতরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। নেপালজুড়ে নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসা, খাবার ও অন্যান্য জরুরি সেবা দেওয়া হচ্ছে।

দেশজুড়ে অনেক রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীর দিকে যাওয়া রাস্তাগুলো এখনো ব্লক হয়ে আছে। এতে হাজার হাজার পর্যটক আটকা পড়ে আছে।

এর আগে দেশটির পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি বার্তাসংস্থা এএফপিকে বলেন, “উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তাই নিহতের সংখ্যা বাড়তে পারে। রোববার সকাল পর্যন্ত তিন হাজার ৩০০ জনকে উদ্ধার করা হয়েছে।”

উদ্ধার অভিযানে হেলিকপ্টার, মোটরবোর্ট ও ভেলা ব্যবহার করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা কাঠমান্ডু উপত্যকায় ৪০-৪৫ বছরে এমন বিধ্বংসী বন্যা দেখেননি। রাজধানীর প্রধান নদী বাগমতির পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য কাঠমান্ডুর পোস্ট