নাসির আহমেদের কবিতা ‘একবার মাত্র’
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৪
ঠিক ওয়ান টাইম ইউজ টিস্যু কিংবা কোনো সুস্বাদু খাদ্যের সঙ্গে
তুলনা করতে ইচ্ছা হয় এই ক্ষণকালীনতার বৃত্তে আবদ্ধ জীবনটাকে।
একবার এসেছি মাত্র, আর নেই সুযোগ পুনর্বার এই পথে আসার।
জীবন একবার মাত্র, পৃথিবী একবার আর তুমিও একমাত্র প্রিয়।
আমি যখন গভীর রাতে জানালা খুলে নক্ষত্রের ঘাগড়া পরা আকাশটাকে দেখি
তখন তুমি মধ্যাহ্নে অলিভ অয়েল মাখছো মিষ্টি রোদে
তোমার স্থির নরম ত্বকে অথবা নিজের হাত-পা মসৃন করছো,
ওই রুপসী আকাশ দেখতে দেখতে দীর্ঘশ্বাসে দীর্ণ হয় আমার রাত্রি।
কারণ আমি তো জানি ঔষধি ফলের গাছ এই জীবন। এখানে নেই
পুনর্জন্মের কোনো সম্ভাবনা। আত্মা অবিন্যাসী বটে কিন্তু এই নশ্বর জীবন
যদি শুধু দীর্ঘশ্বাস আর অন্তহীন কষ্ট, তবে বেহেশতে গিয়ে কী হবে সুখের আশায়?
তুমি ইহজাগতিক স্বর্গ আমার। স্বর্গীয় সুখের মতো প্রিয়।
তোমাকে ভালোবেসেছি তাও তো একবার মাত্র, যেমন পৃথিবীর এই পথে
কখনো আসবো না আর। যেমন তোমার জীবনে দ্বিতীয় বার আসার সুযোগ
নেই আর। অতিক্রম করবো না সেই অনন্য স্বর্গীয় সুখের মুহূর্ত কোনোদিন
স্বেচ্ছায় যা তুমি দিয়েছিলে। এই মর্মান্তিক বোধ নিয়ে বলি তবু : ভালোবাসি।
পৃথিবী এবং তোমাকে সমান তীব্রতা দিয়ে ছুঁয়েছি একবার মাত্র, এক জনমে
ভালোবাসাকে কেবল তোমার জন্য। দয়া, মায়া, সহমর্মিতা, স্নেহ অন্য সবার।