
ধর্ষকদের শাস্তির দাবিতে উত্তাল ঢাবি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ০৯, ২০২৫
ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শনিবার মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণে ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভে অংশ নেয়। পরে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্য হলের শিক্ষার্থীরাও যোগ দেয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় রোকেয়া হলের শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তির দাবিতে মশাল মিছিল করে। এ সময় শিক্ষার্থীদের We want justice, justice!, আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই, তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আইন বিভাগের শিক্ষার্থী জারিন তাসনীম রিমি বলেন, “আমরা আজ এখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজপথে নেমেছি। আমরা চাই, কোনো ধর্ষক যেন আর মুক্ত না থাকে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”
সুফিয়া কামাল হলের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, “এই বিচারহীনতার সংস্কৃতি আর চলতে দেওয়া যাবে না। আমরা চাই, অপরাধীরা যেন আর কোনোদিন মুক্তি না পায়। তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দ্রুত কার্যকর করা হোক।”
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসমিয়াহ্ বলেন, “আজকের দিনেই কমপক্ষে ৫টি ধর্ষণের ঘটনা শুনেছি। দেশে ধর্ষকদের জন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তি নেই, যার কারণে তারা জানে কোনোদিন তাদের শাস্তি হবে না। আমরা চাই, ধর্ষকদের শাস্তি এমনভাবে দেওয়া হোক, যাতে আর কেউ এমন ঘৃণ্য কাজ করতে সাহস না পায়।”
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “দেশে দীর্ঘদিন ধরে বিচারহীনতার সংস্কৃতি চলছে। এভাবে আর চলতে দেওয়া যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন, আমরা তার পদত্যাগের দাবি জানাই।”
শিক্ষার্থীরা দাবি করে, দেশে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ধর্ষকদের দ্রুত বিচারের মুখোমুখি করা হোক, যাতে সমাজে এই ধরনের অপরাধের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা দেওয়া যায়।