দেবাশীষ তেওয়ারী

দেবাশীষ তেওয়ারী

দেবাশীষ তেওয়ারীর ৩ কবিতা

প্রকাশিত : আগস্ট ০২, ২০২৩

হেমলক

 

পথে দেখা হবে। হবেই ওদের।
ভালো থাকা হোক— এমন প্রার্থণা হবে যৌথ।
কথা হবে। প্রেম হবে।
একসাথে ওরা যাবে কিছু দূর (আপন আপন পথ)।
ডিঙাবে পাহাড়, জলা-জঙ্গল, ও
যে যা চায় তাই দিয়ে,
ঝোলা পূর্ণ হয়ে এলে,
আরেক সময় আসে,
আসেই।

 

পুরস্কার প্রাপ্য হয়।
হয়ই ওদের।

 

আলিঙ্গন সাঙ্গ করে যিশু ও জুডাস!
সেই সব চাঁদে,
ছড়িয়ে থাকে হেমলকের আভা।

 

মায়ের সাথে, ব্যালকনিতে

 

সকালে
কফিতে একটা চুমুক দিয়ে চোখ বুজে
মুখ মেলে ধরি রাখি— রোদে,

 

মা যদি এখানে থাকতেন!
লেবু-চা বানিয়ে এনে যদি টেবিলে রাখতাম
ম্যাগপাইটাকে একটা বিস্কুট ছুড়ে দিয়ে
মাও কি চায়ে একটা চুমুক দিয়ে চোখ বুজে রোদে মেলে ধরতেন না— মুখ? জানি না।

 

মাকে সমুদ্রে নিয়ে যেতে পারিনি।

 

আট বছর আগে একদিন

 

একটা গাছের সাথে কথা হলো মাঝরাতে—
ডেকে সে বলল, ‘অনেক তো হলো!
কালরাতে একজন বাণপ্রস্থের লোক,
একগাছা দড়ি হাতে এসে, ডালে ঝুলে মরে গেল।’

 

যে জীবন ফড়িঙের, দোয়েলের— মানুষের সাথে তার
দেখা হয়ে গেল। নটে গাছটি মুড়ালো।