ত্রিপোলিতে ইজরায়েলি হামলা, স্বপরিবারে নিহত হামাস কর্মকর্তা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৫, ২০২৪

লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আজ শনিবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। হামলায় হামাসের এক কর্মকর্তা, তার স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন।

সুন্নি অধ্যুষিত বন্দরনগরী ত্রিপোলিতে হামলার ব্যাপারে ইজরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। দক্ষিণাঞ্চলীয় বৈরুত শহরেও নতুন করে বোমা হামলা চালিয়েছে ইজরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে স্থল অভিযান চালানোরও পরিকল্পনা করছে ইজরায়েলি সেনারা।

গাজা উপত্যকায় প্রায় এক বছর আগে ইজরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা চলছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে বিমান হামলা বিস্তৃত করে ইজরায়েল। দেশটি রাতের বেলায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বৈরুতে বোমা হামলা চালাচ্ছে। দক্ষিণাঞ্চলীয় ওই এলাকা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

কয়েকদিনে ইজরায়েলি হামলায় হিজবুল্লাহর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। ২৭ সেপ্টেম্বর ইজরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহও নিহত হন।

লেবানন সরকারের হিসাব অনুসারে, এক বছরে ইজরায়েলি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগ প্রাণহানিই হয়েছে গত দুই সপ্তাহে। সূত্র: রয়টার্স