তিতুমীরের শিক্ষার্থীদের মহাখালী সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৩, ২০২৫

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের ১ দফা দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অনশন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার তাদের ১১ ঘণ্টার সর্বাত্মক অবরোধ ও কলেজ শাটডাউন কর্মসূচি রয়েছে।

কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়। পূর্বঘোষণা অনুযায়ী, আজ সোমবার বেলা ১১টা থেকে সর্বাত্মক অবরোধ ও শাটডাউন কর্মসূচি করার কথা ছিল তাদের। তবে এদিন দুপুর ১২টা পর্যন্ত মহাখালী আমতলী মোড়, রেলক্রসিং, গুলশান-১ গোলচত্বর কোথাও অবরোধ করতে দেখা যায়নি।

তবে বেলা ১টার পর থেকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। যদিও কলেজ ফটকে জড়ো হওয়া শিক্ষার্থীরা জানায়, স্বরসতী পূজার কারণে শাটডাউন কিছুটা শিথিল রয়েছে। শিক্ষার্থীরা মহাখালী আমতলী মোড়ে মিছিল নিয়ে যায় এবং সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

এর আগে রোববার রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা দেয় তিতুমীরের শিক্ষার্থীরা। সেখানে তারা জানায়, বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অবরোধ করা হবে। রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে রেলপথ, আমতলী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মহাখালী-গুলশান এবং গুলশান লিংক রোডে সর্বাত্মক অবরোধ করা হবে।

এছাড়া কলেজে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি করা হবে। কাউকে কলেজের ভেতরে ঢুকতে দেওয়া হবে না, বের হতেও দেওয়া হবে না। ক্লাস ও অফিস সব বন্ধ থাকবে।

উল্লেখ্য, শুধু তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে আলাদা গুরুত্ব দিয়ে কোনো বিশ্ববিদ্যালয় হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, “তাদের দাবির কোনো যৌক্তিকতা নেই। আমরা চিন্তা করছি, ৭টি কলেজকে একত্রিত করে একটি বিশ্ববিদ্যালয়ের মতো করা যায় কি না। এ নিয়ে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।”