তারেক মাহমুদ

তারেক মাহমুদ

তারেক মাহমুদকে উৎসর্গীত রূদ্র হকের কবিতা ‘সাহানা

প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৩

উৎসর্গ: সদ্য প্রয়াত প্রিয় বড় ভাই তারেক মাহমুদ

 

আমার মৃত্যুর পর সাহানা
কেউ বলবে লোকটা কবি ছিল
কেউ বলবে ভণ্ড
আমাকে মণ্ড বানাতে হবে স্মরণ সভা
কেউ বলবে ওর বিষণ্ণ চোখ দুটো ভোলা যায় না
কেউ খুব গোপন স্মৃতির সুবাস ছড়াবে

মানুষহীন দৃশ্যগুলো পৃথিবীর আকাশের নিচে
কোথায় হারাবে?
এই ভেবে চায়ে চুমুক দিতে দিতে
সভার আড়ালে ব্যর্থতা নিয়ে মুখ খুলবে দুই বন্ধু

সাহানা, একান্ত দুপুরগুলো মনে পড়বে তোমার
আমার ঘরে ফেলে আসা অন্ধকারগুলোয়
তুমি কি আলো ফেলবে না?

একটা ক্যামেরা হাতে
প্রেমিকাদের বাড়ি বাড়ি ঘুরবে শবনম

তুমি তাকে বলে দিও
কাউকে ভালোবাসেনি ও
কোনও কবিতা লেখেনি সে

মানুষের বুকে বুকে
রুদ্র শুধু নির্জন ছায়া ফেলে গেছে