তানভীর রাতুল
তানভীর রাতুলের কবিতা ‘ঝগড়াটে’
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২২
হাই বেবি, এইমাত্র কক্সেক্সবাজারে আসলাম।
হোটেলটা ভালোই। স্বামী নেই, জিনিস আছে। রোদ গরম, বিছানা ঠাণ্ডা...
ধুর! আমি তোমাকে অনেক মিস করছি। জলদি আসো জানপাখি।
বৃষ্টি হচ্ছে. আমি তোমাকে অঅঅঅঅনেক ভালোবাসি।
বাবু, তুমি এখানো পৌঁছাওনি? ফ্লাইট কি দেরি হবে? তোমার তো এতক্ষণে এখানে থাকার কথা।
আরে, তুমি কই? আমি জানি তুমি ইচ্ছা করেই ফোন ধরছো না। এখন প্রচুর বৃষ্টি। গতকাল ঝড় ছিল। অপেক্ষায় আছি, ভালোবাসা নিও।
ঠিকাছে, যাহ ভাগ।
তুই যদি আজকে সন্ধ্যার মধ্যে এখানে না আসিছ তাইলে তোর খবর আছে!!!
যাহ। তুই একটা কুত্তা। একটা বেহুদা, একটা বাস্টার্ড তুই...