ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৩৪

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৪ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে দুজন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৩৩, ঢাকা বিভাগে ১৮৮, ময়মনসিংহে ৪১, চট্টগ্রামে ১১৯, খুলনায় ১২৬, রাজশাহীতে ৪৯, রংপুরে ১৬, বরিশালে ৬১ ও সিলেটে একজন।

চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৭ হাজার ৭২৫ জন। আর মারা গেছে ৪৬১ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যায় ১ হাজার ৭০৫ জন।