জাবালিয়ায় ইসরাইলের ৩০ সেনা ও কর্মকর্তা নিহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৪

গাজার উত্তরের শহর জাবালিয়ায় ৫ অক্টোবর শুরু হওয়া স্থল অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইজরায়েলি বাহিনীর ৩০ জনেরও বেশি সেনা ও কর্মকর্তা নিহত হয়েছে। আজ সোমবার ইজরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।

রোববার গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ায় সংঘর্ষে দুই ইজরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরাইলি প্রশাসন। এর মধ্যে একজন ছিলেন অফিসার। এ সংঘর্ষে একজন সেনা গুরুতর আহত হয়েছে।

ইজরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। যা গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ। ইসরাইলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, চলমান ৪০০ দিনের যুদ্ধে প্রায় দুটি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে।

সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদমাধ্যমটি ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে। গাজার উত্তরে এই দীর্ঘস্থায়ী সংঘর্ষ ইজরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্যই মানবিক সংকট ও প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় শুরু হওয়া ইজরায়েলি গণহত্যায় এ পর্যন্ত ৪৩,৮৪৬ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১,০৩,৭৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে। সূত্র: ইরনা