জাকির আবু জাফর

জাকির আবু জাফর

জাকির আবু জাফরের কবিতা ‘নতুন বাংলাদেশ’

প্রকাশিত : আগস্ট ০৬, ২০২৪

মহা জাগরণ মহা উত্থানে
বদলেই গেছে বাংলাদেশ!

চির সংগ্রামী
চির বিপ্লবী জাতি
যদিও কখনো সহসা আত্মঘাতী!

কিন্তু যখন সম্বিত ফেরে তার
রক্তমূল্যে বুঝে নেয় অধিকার!
প্রতিবাদে তার বারুদগন্ধী রেষ
সম্ভ্রান্তি ও সম্মৃদ্ধির মুক্ত বাংলাদেশ!

সাহসিকতায় অনন্যতায়
উদ্ভাসিত বুক
প্রবল আবেগে আপ্লুত মন
অকারণ উৎসুক।

মহা উদ্যমে হয়ে যায় তারা
দুঃসাহসিক বীর
তারুণ্য আজ প্রত্যেকে যেন
একেকটি তিতুমীর!

তারুণ্যে আজ স্ফূলিংগ
সত্যের উন্মেষ
নতুন স্বপ্নে নতুন গন্ধে
নতুন বাংলাদেশ!