মহানবির রওজা মোবারক

মহানবির রওজা মোবারক

জগলুল আসাদের কবিতা ‘আপনাকে ভালোবাসি’

প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৩

আমি আমার গোচর-অগোচর সব ভালোবাসার অভিমুখ ঘুরিয়ে দিলাম আপনার দিকে
আমি ভালোবাসতে জানি
আমি প্রকাশমুখর নই, গোপন কন্দরে সব পুষে রাখা মানুষ আমি
কিন্তু আজ আমি জানিয়ে দিচ্ছি নিখিল তরঙ্গে
ভাসিয়ে দিচ্ছি ছোট-বড় সব পিণ্ড ও কণার কাছে এই বার্তা— আপনাকে ভালোবাসি
আমাকে কোনও কিছু কাঁপাতে পারে না,পরম অবজ্ঞা আর ঔদাসীন্যে নির্বিকার থাকতে পারি
কিন্তু আপনার নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে বিহবল হই
বিদ্যুতের মতো সক্রিয় হয়ে উঠি, আলো হয়ে জ্বলে উঠি, শব্দ হয়ে ফুটে উঠি, অশ্রু হয়ে ঝরে পড়ি
আপনাকে যারা ভালোবাসে আমি ভালোবাসি তাদের
সময় ও দূরত্বের ভূগোল পেরিয়ে, কাছে-দূরে যারাই বিহবল আপনার নামে
আমি ভালোবাসি সবাইকে।

 

গ্রন্থের পাতায় পাতায় আপনাকে খুঁজে খুঁজে হয়রান হই আমি
হরফের বাধায় আমি মুখোমুখি হতে পারি না আপনার
আমি তো আপনার ঘ্রাণটুকু পেতে চাই, নিতে চাই উদর ও বগলের সুবাস, আপনার থুতুর আমেজটুকু
সহস্র বছর পেরিয়ে গেল আপনাকে দেখি না
আপনি একদিন স্বপ্নে দেখা দেবেন ব`লে
বছরের পর বছর পড়ে রইলাম ফ্রয়েডে ও সিরীনে
আপনি এলেন না তো!

 

আমার বুকে একটিবার হাত রাখুন, প্লিজ
কয়েক পাহাড়ের জমাট কষ্ট আমার
বাৎসল্যের ও বাসনার— জানেন আপনার ও আমার রব!

 

আপনার আঙুলের একটু ছোঁয়ায় আমি নির্ভার পুস্প হতে চাই চিরতরে
মাথায় একটু বুলাবেন কি হাত?
যুক্তি ও জ্ঞানের সমস্ত অনুশাসন পেরিয়ে, সমস্ত বাসনা ও কামনার বেড়ি ছলকে আমি নত হয়ে মেনে নিতে চাই আপনার যাপনের সব সূত্র।
গরিয়ান সেই সত্তা জানেন, নিশ্চিন্ত সমর্পণের কী সাধ আমার
আমি ততটুকুই মূল্যবান, যতটুকু আমি আপনি হব!

 

আপনার বাকবিভূতি, উপবেসন ও উপস্থিতির মাধুর্য, আপনার জাগর রাত্রি, আপনার স্মিত হাস্য, আপনার পদবিক্ষেপ, আপনার নীরবতা ও তৎপরতা, আপনার বাৎসল্যের আকুতি
সবকিছুর ভাগী যদি করেন আমায়!
আমি খুব দূরে
সমকালে নিমগ্ন, মগজে আলোর অন্ধকার নিয়ে বেঁচে আছি অর্থহীন
আমাকে পূর্ণ করুন প্রিয়তম
ছোট্ট বিড়ালের মতো আপনার পা ঘেঁষে থাকতে দিন
ছোট্ট মাছের মতো লাফাতে দিন আপনার তালুতে
এক কণা থুতু হয়ে থাকতে দিন আপনার ওষ্ঠের কিনারে...
হৃদয়ের সমস্ত নাজাসাত পেরিয়ে নাজাত পেতে চাই
আপনার ভালোবাসাকে বর্ম ক`রে। আমি আমার সব প্রতীক্ষার সম্মিলিত রুদ্ধশ্বাস
নিয়ে উচ্চারণ করি আপনার নাম। আপনাকে ভালোবাসি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...