চলন্ত গ্রিন লাইন পরিবহনে আগুন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৬, ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে চলন্ত গ্রিন লাইন পরিবহনে আগুন লাগে। প্রাণে বেঁচে যায় ২০ যাত্রী। দাঁড়িয়ে থাকে শুধু পুড়ে যাওয়া পরিবহনের কঙ্কালসার কাঠামো।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন।

তিনি বলেন, “ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে গ্রিন লাইন পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে হঠাৎ বাসে আগুন দেখা যায়। এ সময় বাসটিতে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ আরোহী ছিল।”

তিনি আরও বলেন, “আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পরিবহনের ইঞ্জিন, পেছনের চাকা ও সবগুলো সিট পুড়ে গেছে।”

কয়েকজন যাত্রী জানায়, গাড়িটিতে সামান্য ধোঁয়া দেখা গেলে চালক গাড়ি থামিয়ে ধোঁয়ার কারণ খুঁজতে পেছনের কাভার খুলে আগুন দেখতে পায়। এর মধ্যে যাত্রীরা নামতে পারলেও অনেকের ব্যাগসহ জিনিসপত্র থেকে যায় গাড়িতে। এগুলো চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে এখন পর্যন্ত গ্রিন লাইন বরিশাল শাখা কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।