চরণামৃত ভেবে এসির পানি পানের হিড়িক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ০৫, ২০২৪
ভারতের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকে বিহারী মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে পড়া পানিকে চরণামৃত বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি মনে করে পান করছে।
পরে জানা গেছে, ওই পানি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে। ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছে।
মন্দিরের যে ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বহু সংখ্যক ভক্ত দেয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছে। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছে।
আবার অনেকেই হাতের তালুতে এ পানি নিয়ে পান করছে, মাথায়ও ছিটিয়ে দিচ্ছে। মন্দিরের দেয়ালের সঙ্গে জুড়ে থাকা হাতির আকৃতির টিউব থেকে এই পানি বের হচ্ছে। আর ভক্তরা যেটিকে চরণ অমৃত বলে বিশ্বাস করছে তা আসলে এসি থেকে নির্গত পানি।
উত্তরপ্রদেশের মন্দিরে ধারণ করা ওই ভিডিওতে ভক্তদের উদ্দেশে ভিডিওটি ধারণকারী ব্যক্তিকে বলতে শোনা গেছে, তারা যে পানি পান করছে তা আসলে এসি থেকে বের হওয়া পানি। এই সতর্কতা সত্ত্বেও বেশ কিছু ভক্তদের ওই পানি পান করতে বা এটি নিজেদের শরীরের ওপরে ছিটিয়ে দিতে দেখা যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার