গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল: জাতিসংঘ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৫, ২০২৫

গাজাবাসীদের স্থানান্তর ও ফিলিস্তিনি উপত্যকাটির অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের সামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এর কাছে জানতে চান নিউইয়র্ক টাইমসের নিউইয়র্ক টাইমসের জাতিসংঘ ব্যুরো প্রধান ফারনাজ ফাসিহি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফাসিহি জানান, জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, “গাজার জনসংখ্যা স্থানান্তর ও ফিলিস্তিনি উপত্যকার উন্নয়নে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল হবে।”
 
গুতেরেস আরও বলেন, “ট্রাম্পের পরিকল্পনা চিরকালের জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে অসম্ভব করার ঝুঁকি তৈরি করেছে।”