খাদিজাতুল কোবরা

খাদিজাতুল কোবরা

খাদিজাতুল কোবরার দুটি কবিতা

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২১

সিদ্ধার্থের ঘুম

চোখ বন্ধ করে
সবুজ ঘাসের বুক চেপে ধরে
দেখি
বুনতে থাকা উইয়ের বাসা।
এরপর জোনাকিরা আনে রাত
আরো রাত আসে, আরো গভীর করে,
কথারাও আসে, আসে উড়তে থাকা গাঙচিল
শোনাতে থাকে মাছ ধরার গল্প
আসে কমলাফুলি, আসে ডালিম কুমার
আসে খসে পড়া তারাও।
চোখ খুললেই
আশপাশেই হাসতে থাকে ঝুলি নিয়ে ঠাকুমা,
গল্প শোনায় না আর।
আমারও ইচ্ছে করে না চোখ মেলতে
অনেক কায়দায় এ ঘুম পেয়েছি আমি
ঘুমিয়েই পাই ভাঙা রাজবাড়ি
কাঠের সিঁড়ি, খোলা অন্ধকূপ
উঁকি দিলেই ওদের ইশারা
কোনো প্রেমে জেগে আছে এই আঁধারে
প্রাণ গেছে তবু প্রিয়তম ডাক ভোলেনি
হাহাকার প্রাণ
পেছন ফিরে তাকাই না তাই
আরও পথ বাকি
পা বাড়াই আগে, দম ভরে আসে
আরও দৌড় আরও
রাত পার হয়ে যায় কখন
চোখ চেপে ধরে ঘুরতে থাকি
বিড়বিড় করে মন
আমিতো রাজকন্যা নই
সোনা-রুপার কাঠিতে কিনিনি ঘুম
তবে সে রয়ে গেছে নবাববাড়ির হাটে।

বিসর্জন

কী এক অদ্ভুত নির্বিকার ভঙ্গি
অথচ নিজ বৃত্তে দারুণ সাবলীল
স্বতঃস্ফূর্ত এক প্রাণ প্রতিমুহূর্তে আমাকে
আমার অস্তিত্বকে চ্যালেঞ্জ করে যায়
তুরি মেরে উড়িয়ে দেয় স্বাধীনতার সংজ্ঞা
বল কুড়িয়ে আনা বালকের ভূমিকা ছাড়া
আর কোনো পাট নেই আমার
বড় বড় অভিনয় দক্ষতার সব অর্জন
নিমিষেই সমর্পিত আত্মার মতো এখন
ওর আদর, ওর খেলা, ওর মান, অভিমানও
ওর হাত, ওর আঙুল, ওর নির্ঘুম রাত
রাতের গল্প, দিনের ইচ্ছেরা সব আমি
একই শরীরে আমরা দুটি মানুষ
দুটি হৃদয়ে আমরা একটি মানুষ
ও বেঁচে থাকে আমার মধ্যে
চব্বিশ ঘণ্টাই নিয়ে।