কোটা বাতিলের দাবিতে উত্তাল শহিদ মিনার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২০, ২০২৫
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি রেখে ফলাফল প্রকাশের প্রতিবাদে এবং অবিলম্বে তা বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা শহিদ মিনারে জড়ো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছে।
পুনরায় ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) শাহাদাত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
সরজমিনে দেখা গেছে, স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহিদ মিনার। শিক্ষার্থীরা ‘অবিলম্বে ফলাফল বাতিল করো করতে হবে’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘মেডিকেলের ফলাফল-পুনঃপ্রকাশ করতে হবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।
কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রয়োজনে আমরা ঢাকা মেডিকেলসহ সারা দেশের সব মেডিকেলের শিক্ষার্থীরা এই আন্দোলনে নামব। এ আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। আজকের মধ্যেই ফলাফল বাতিল করতে হবে।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে নিটোরের সহযোগী অধ্যাপক ডা. ইদ্রিস আলী বলেন, “আমার একজন ছেলে বা মেয়ে ৭৩ পেয়েও মেডিকেলে চান্স পাচ্ছে না অথচ মুক্তিযোদ্ধা কোটায় ৩৬ বা ৩৭ পেয়েও চান্স পেয়ে যাচ্ছে। পরিবর্তিত বাংলাদেশে কেন এই বৈষম্য থাকবে। আমরা এই ফল মানি না।”