
কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা, তিনজনের মৃত্যুদণ্ড
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ২৫, ২০২৫
ঢাকা জেলার কেরানীগঞ্জে কিশোরী মারিয়াকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
দণ্ডিতরা হলেন: কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া গ্রামের কামির উদ্দিনের ছেলে মো. সজীব, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাঁকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে মো. রাকিব এবং শরীয়তপুরের পালং মডেল থানার মুসলিম মাতবরের ছেলে শাওন ওরফে ভ্যালকা শাওন।
লাশ গুমের দায়ে প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এরশাদ আলম জর্জ।