
কানাডার জাতীয় নির্বাচনে জয়ী লিবারেল পার্টি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৫
কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি। সোমবার এই ভোট অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ও ভূখণ্ড দখলের হুমকি ঘিরে আলোচিত কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি।
দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা সিবিসি ও সিটিভি নিউজ জানিয়েছে, সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী, লিবারেল পার্টি পার্লামেন্টের ৩৪৩ আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। এর ফলে, প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় থাকছেন।
অর্থনীতিবিদ পেশাজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা কার্নি নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেছেন।
উল্লেখ্য, মার্ক কার্নি পূর্বে ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন। সম্প্রতি তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে লিবারেলদের মধ্যমপন্থী অবস্থানকে সামনে এনে নেতৃত্ব দিচ্ছেন।
নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ট্রেড ট্যারিফ, শুল্ক বৃদ্ধি ও কৌশলগত হুমকি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। কানাডার প্রতি ট্রাম্প প্রশাসনের একাধিক নীতিকে কানাডার স্বার্থবিরোধী বলেও চিহ্নিত করা হয়।
ট্রাম্পের শুল্ক আরোপ ও সেই সঙ্গে কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা উত্তর আমেরিকার দেশ কানাডার রাজনীতির প্রেক্ষপট বদলে দিয়েছে। ফলে মার্ক কার্নির লিবারেল পার্টিতে ভোটের আগে সঞ্চার করে নতুন প্রাণ।
এছাড়া ভোটের আগে সর্বশেষ জনমত জরিপগুলোতেও লিবারেল পার্টি এগিয়ে ছিল। রোববার ইপসোসের করা জরিপে লিবারেল পার্টি ৪২ শতাংশ ও কনজারভেটিভ পার্টির ৩৮ শতাংশ জনসমর্থন রয়েছে বলে জানানো হয়।
এর আগে শনিবার অ্যাংগাস রেইডের জরিপে লিবারেলরা ৪৪ শতাংশ জনসমর্থন আর কনজারভেটিভ পার্টি ৪০ শতাংশ মানুষ সমর্থন করছে বলে উল্লেখ করা হয়েছিল। সূত্র: আল জাজিরা