কাজল কানন
কাজল কাননের ৫ কবিতা
প্রকাশিত : মে ১৭, ২০২১
ফিলিস্তিন
তোমার আমার মৃত্যুঞ্জয়ী সৌন্দর্য ছাড়া
এই মৃত্যুর মিছিল থামবে না
চলো মৃত্যুর ঘুঙুর বাঁধি পায়ে
চলো একটা কুকুরকে জাতিসংঘ মানি
আর বন্দুককে মানি ধর্ম
এরপর একটা মেধাবী সন্ত্রাস শুধু, সন্ত্রাস
সর্বত্র একটা পলিসি ক্রস করো
গুলি যেমন ক্রস করে বুক মাথা
হেভি পলিটিক্যাল একটা লাশ ফেলে দাও
বদলা নেয়ার কোনো শিশুতোষ পথ নেই
মুক্তির উচ্চাভিলাষই নিরঙ্কুশ সভ্যতা
ওঠো ফিলিস্তিন, পয়মন্ত মৃত্যুর জন্য লড়ো
আমার ডান দুঃখ
আমাকে খুঁচিয়ে মারে ফিলিস্তিন
আমার চোখগুলো চিবায় ফিলিস্তিন শিশু
ফিলিস্তিন আমার ডান দুঃখ
আমার বাম দুঃখ তার রক্তোৎপল মেঘ
আমি কবিতা লিখি ফিলিস্তিন
তাতে আমার দুঃখগুলো বাঁচে
রাতের তারায় দেখি ফিলিস্তিন নারী
ভরাট স্তনের বোঁটায় গড়িয়ে পড়ে দুধ
পাশে বেহাত শিশুটি রক্তপায়ী মমি
ব্যান্ডেজে মুড়িয়ে বেহেস্তে যেতে থাকে
বেহেস্ত একটি রাজনৈতিক গোলক!
তার আবর্তনে ঘুমায় কত কত লোক
কেউ একজন শিশুটির প্রতি অনুসূয়া হোক
বাড়ি ফেরা
বাড়ি যাবে আমার দমকল
পথে পথে দৌড়ায় মায়ের বুদবুদ
আমি বইয়ে আনি পাথরের দুধ—
কখন বাড়ি
শেলাই হচ্ছে দম, শেলাই হচ্ছে বোন
বাড়ি ফিরি আমি
কৈবর্ত্য কন্যার বস্ত্রভেদী স্তন
গম্ভীর সাধু-সন্ন্যাসীর মতোন
নেমে আসে অলৌকিক জলে
আমার বিস্তারিত ভিজে যায় জাম্বুরা ফলে
করোনা মানুষ
আসল মানুষ বের হয়ে আসছে
সাঙ্গ মানুষের ভেতর থেকে
তাকে তুমি চিনবা যে
কে আছ এমন মানুষ কে
জন্ম নিচ্ছ নিজের মৃত্যু থেকে
লেখাপড়া
রঙধনু পাকলে
আমি আকাশ দেখা বাদ দেব
আকাশ পাকলে বাদ দেব রঙধনু দেখা
আর দুটো একসঙ্গে পাকলে
বাদ দেব লেখাপড়া
গাছগুলোর মতো