কাজল কানন
কাজল কাননের ৩ কবিতা
প্রকাশিত : এপ্রিল ০৭, ২০২১
কথা
কথা রাখতে নেই
কথা রাখলে দাবি হারিয়ে যায়
কথা রেখেও দাবি পূরণ হয় না
কথা হারানোর মানে
নিশ্চুপ টুনটুনি দেখা নয়
কথার কাছে যাওয়ার মহড়া
কথা ধরে রাখতে নেই
কথা রাখা-না রাখায় মেলে না কিছুই
মিলতে গেলেই কথার মৃত্যু
লাশোৎসব
পাড়া-প্রতিবেশীরা আবারও লাশ দেখে জানায়
এপাড়া-ওপাড়ায় আরও লাশ মাছির গানে উড়ছে
এর মধ্যে ঘাড়ত্যাড়া খোকা মৌলভির লাশটাই
বেশি উৎসবমুখর লাগছে
পাতিহাঁসের লাশও রয়েছে এদিক-ওদিক
তবে পাতিহাঁসের মধ্যে সংখ্যামৃত্যুই বেশি
যা কেবল গণনা করা হয়
এ ধরনের উৎসবে সাধারণত মধ্যবিত্ত জড়ায় না
চুঁইয়ে নামা মর্সিয়ায় গোলাপজলের গন্ধ থাকে কটু
মৃত ভেবে ভেবে
আমাকে মারতে গিয়ে
যারা বাঁচিয়ে দিয়েছেন
তাদের ভূমিকায় যদি
সারারাত বৃষ্টি হয়
আমি ভিজবো, মৃদু মন্থরে
প্রতিবার বর্ষপূর্তিতে
মনে আগুন ফুটলেও
আমি আপনাদের নামের
পাশে প্রজাপতিই দেখতে চাই
আপনারা আমাকে মৃত ভেবে
দলীয় ভারমুক্ত করুন
আর এই তিতপুঁটির মৃত্যুকে
পাহারা দিন
সারারাত বৃষ্টির ঝরঝরায়