কন্যা হওয়ায় পানির ট্যাংকে ফেলে হত্যা করলেন মা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৮, ২০২৫

ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলায় আচকি দেবী (২২) তার ১৭ দিন বয়সী কন্যাসন্তানকে পানির ট্যাংকে ফেলে হত্যা করেছেন। পুত্র জন্ম না নেওয়ায় হতাশ হয়ে তিনি এ কাজ করেন।

কোটওয়ালি থানার কর্মকর্তা নারায়ণ সিং বলেন, “অভিযুক্ত নারী আচকি দেবী (২২) রোববার নবজাতক কন্যাকে বাড়ির পানির ট্যাংকে ফেলে ঢাকনা বন্ধ করে দেন। এতে শিশুটি মারা যায়।”

তিনি আরও বলেন, “ঘটনার পর তিনি পরিচিত একজনকে বিষয়টি জানান। পরে তার স্বামী থানায় অভিযোগ দায়ের করেন।”

অভিযোগের ভিত্তিতে আচকি দেবীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে সোমবার তাকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে বিচারক তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।