কথাসাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৫, ২০২৪

কথাসাহিত্যিক সন্দীপন চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। ১৯৩৩ সালের ২৫ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের `আভাঁ গার্দ` লেখকগোষ্ঠীর অন্যতম।

তার উল্লেখযোগ্য রচনাগুলি হলো, ক্রীতদাস ক্রীতদাসী (১৯৬১), সমবেত প্রতিদ্বন্দ্বী ও অন্যান্য গল্প (১৯৬৯), এখন আমার কোনো অসুখ নেই (১৯৭৭), হিরোশিমা মাই লাভ (১৯৮৯), কলকাতার দিনরাত্রি (১৯৯৬) ইত্যাদি।

লেখালেখির জগতে তিনি গল্প লিখেছেন ৭০টি, উপন্যাস ২১টি। এছাড়া লিখেছেন অসংখ্য নিবন্ধ। একই সঙ্গে লিখেছেন সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়েরি, যা তার মৃত্যুর পর প্রকাশিত হয়।

সন্দীপন চট্টোপাধ্যায় যে পুরস্কারগুলি পেয়েছেন সেগুলি হলো, ১৯৯৫ সালে বঙ্কিম পুরস্কার এবং ২০০২ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার (আমি ও বনবিহারী বইয়ের জন্য)।

২০০৫ সালের ১২ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।