আবু ত্ব-হা মুহাম্মদ আদনান
এতটা শক্ত করো হে আল্লাহ
আবু ত্ব-হা মুহাম্মদ আদনানপ্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৪
এতটা শক্ত করো হে আল্লাহ
যেন তোমার প্রেম আর ভয় বিহনে
সুজুদ, হাত আর রাত গগনে
একটা ফোঁটাও জল না ঝরে!
কোনো মিথ্যে মায়ার ধূম্রজালে,
প্রতারিত এই রোজ সকালে,
থমকে যাওয়ার ওয়াক্ত না মেলে!
যেন আছাড় খাওয়া দেহের বলে,
ভাঙা পা আর ক্বলব দিলে,
দশেও আমার খুন না চেনে!
ইব্রাহিমি আগুন এলে,
ইসমাঈলি জবাই হলে,
দুচোখ আমার জল না ফেলে!
এতটা শক্ত করো হে আল্লাহ!
যেন হাজার ভিড়েও কাহাফ হলে,
কিশতি নূহের ঝড় তুফানে,
আমার ক্বলব পথ না ভোলে।
যেন বদর উহুদ মু`তার দিনে,
শাহাদাতের খুব মিছিলে,
আমার বুকে ডর না করে!
কপল বেয়ে জল না ঝরে!
লালের আকাশ ছায় না নীলে!
এসো আগুন জ্বালি হাজার দিলে,
আমি তুমি আর আমরা মিলে!