ইরানে হামলার পরই সিরিয়ায় ইজরালের হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৪

আজ শনিবার ভোরে ইরানে হামলার পরপরই সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।

ইজরায়েল-অধিকৃত গোলান হাইটস ও লেবানিজ অঞ্চলের দিক থেকে ইজরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এসব ক্ষেপণাস্ত্র গুলি করে প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

এর আগে শনিবার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে বিস্ফোরণের খবর দিয়েছিল সানা।

কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইজরায়েল। তবে ৭ অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার পর থেকে এ ধরনের অভিযান জোরদার হয়েছে।

চলতি মাসের শুরুতে ইজরায়েলে ইরানি হামলার জবাবে শনিবার প্রতিশোধমূলকভাবে পাল্টা হামলা চালায় ইজরায়েলি সামরিক বাহিনী। হামলার পরপরই যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি যেন ইজরায়েলে পাল্টা হামলা না করে।

১ অক্টোবরের ইজরায়েলে প্রায় দুশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হয়। সূত্র: রয়টার্স