ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা নেতানিয়াহুর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৬, ২০২৪

ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

নেতানিয়াহু বলেন, “সম্প্রতি ইরান ইজরায়েলের যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না। ইজরায়েলও করবে না।”

তিনি আরও বলেন, “নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু আমাদের অধিকারই নয়, এটি ইজরায়েলের দায়িত্বও। ইজরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে।”

ইরানের সমর্থন সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে ৩০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইজরায়েলের স্থল বাহিনী। অভিযান শুরুর ২৪ ঘণ্টার মধ্যে ১ অক্টোবর সন্ধ্যার পর থেকে ইজরায়লের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সেদিন সন্ধ্যার পর থেকে ২ অক্টোবর ভোর পর্যন্ত প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সূত্র: আনাদোলু, টাইমস অব ইজরায়েল