ইরাক থেকে ইসরায়েলে ড্রোন হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০৯, ২০২৪

ইরাক থেকে ইজরায়েলে ড্রোন হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্টেন্স। আজ শনিবার ভিডিওতে তারা হামলার ফুটেজ প্রকাশ করে।

ইরান সমর্থিত এই গোষ্ঠীর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তারা ইজরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায়।

এর আগে ইজরায়েল জানায়, তাদের অধিকৃত এলাকা গোলান মালভূমিতে আসা একটি ড্রোন তারা প্রতিহত করেছে।

এক বছরে এখন পর্যন্ত ইজরায়েলি ভূখণ্ডে ২৬ হাজার রকেট হামলা চালানো হয়েছে। কখনো হামাস, কখনো হিজবুল্লাহ এমনকি ইরানও রকেট হামলা চালায় ইজরায়েলে। এর বেশির ভাগই ইজরায়েল প্রতিহত করে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইজরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। এতে ইজরায়েলে নিহত হয় এক হাজার ৪০০ জন।

এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইজরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে নিহত হয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। সূত্র: আল জাজিরা