ইজরায়েল ৭ ফ্রন্টে যুদ্ধ করছে: নেতানিয়াহু

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৬, ২০২৪

ইজরায়েল ৭ ফ্রন্টে যুদ্ধ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার ভিডিও বিবৃতিতে তিনি এ কথা জানান।

নেতানিয়াহু বলেন, “মানবসভ্যতার শত্রুদের বিরুদ্ধে ইজরায়েল তার দেশকে রক্ষা করতে আজ ৭ ফ্রন্টে যুদ্ধ করছে। আমরা ইরানের বিরুদ্ধে লড়ছি। যারা গত সপ্তাহে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইজরায়েলকে লক্ষ্য করে ছুড়েছে।”

তিনি আরও বলেন, “লেবানন ও ইজরায়েলের মধ্যে উত্তরে শক্তির ভারসাম্য পরিবর্তন আনার যে প্রতিজ্ঞা করেছি তা রক্ষা করছি। এমানুয়েল ম্যাক্রো ও অন্যান্য দেশ যারা ইজরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন, তাদের প্রতি লজ্জা।”

ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, “আমাদের স্বার্থে, বিশ্বের শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুদ্ধে না জেতা পর্যন্ত ইজরায়েল লড়াই চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ৯ হাজার হামলা চালিয়েছে ইজরায়েল। একই সময়ে হিজবুল্লাহ ইজরায়েলে এক হাজার ৫০০ হামলা চালিয়েছে। সূত্র: সিএনএন