ইজরায়েল বেশি দিন টিকবে না: খামেনি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০৪, ২০২৪

ইজরায়েল বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় তিনি এ মন্তব্য করেন।

প্রায় পাঁচ বছর পর জুমার খুতবা দিলেন খামেনি। তিনি জুমার নামজের ইমামতিও করেন।

খামেনি বলেন, “কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। ইজরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। ইজরায়েল বেশিদিন টিকবে না।”

তিনি আরও বলেন, “ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায়। হামাসের হামলা যৌক্তিক ও আইনসম্মত।”

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইজরায়েল করতে পারবে না। লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা।”

তিনি আরও বলেন, “প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইজরায়েল হত্যা করলেও ইরানের মিত্ররা পিছু হটবে না। এই শাহাদাতের জেরে এ অঞ্চলের প্রতিরোধ পিছু হটবে না। এবং জয়ী হবে।”