ইজরায়েলে যুক্তরাষ্ট্রের বোমা বোঝাই ৯টি সামরিক বিমান অবতরণ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

গত ২৪ ঘণ্টায় ইজরায়েলের মাটিতে যুক্তরাষ্ট্রের ৯টি সামরিক পরিববন বিমান অবতরণ করেছে। তেলআবিবের কাছে ইজরায়েলি বিমান ঘাঁটিতে বিমানগুলো অবতরণ করে। প্রতিটি বিমান বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই।

মধ্যাঞ্চলীয় ইজরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাঁটির অবস্থান। সেখানেই বাংকার বাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে ৯টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করে।

ধারণা করা হচ্ছে, তেহরান-ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র-ইজরায়েল। এ কারণেই ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে।

এদিকে গাজায় ইজরায়েলি বিমান হামলায় শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত ৬৪ ফিলিস্তিনি নিহত ও বহু সংখ্যখ ফিলিস্তিনি আহত হয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় এখনই খাদ্য প্রয়োজন। কারণ সেখানে শত-সহস্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে। ইজরায়েলি অবরোধের কারণে খাদ্য সহায়তা প্রবেশ করতে পারছে না। সূত্র: আনাদোলু এজেন্সি