ইজরায়েলে পাল্টা হামলা না চালাতে ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২৪

১ অক্টোবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার ভোরে বিমান হামলা চালায় ইজরায়েল। পাল্টাপাল্টি হামলার চক্র ভাঙতে ইজরায়েলে পুনরায় হামলা না চালাতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেট আজ শনিবার বলেন, “আমরা ইরানকে ইজরায়েলের ওপর তার হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। যাতে যুদ্ধের এই চক্রটি আরও বৃদ্ধি না হয়ে এখানে থেমে যেতে পারে।”

তিনি আরও বলেন, “ইরানে চালানো ইজরায়েলি অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। কূটনৈতিক আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমানো আমাদের লক্ষ্য।”

মার্কিন প্রশাসনের আরেক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও তার জাতীয় নিরাপত্তা দল ইজরায়েলকে হামলা সীমিত পরিসরে করার আহ্বান জানায়।

ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইজরায়েলি সরকারের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করেছি।  যাতে বেসামরিক ক্ষতির কম ঝুঁকির লক্ষ্যবস্তু ও আনুপাতিক পরিসরে হামলা পরিচালনা করতে ইজরায়েলকেেউৎসাহিত করা হয়। সূত্র: দ্য গার্ডিয়ান