‘ইজরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৬, ২০২৪
ইজরায়েলের জবাবে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার সিরিয়ার রাজধানী দামেস্কে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
দামেস্ক সফরে আরাগচি প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বাশার আল আসাদ সরকার মধ্যপ্রাচ্য ইরানের পুরোনো নির্ভরযোগ্য মিত্র।
ইরান সমর্থিত হিজবুল্লাহও আসাদের ঘনিষ্ঠ মিত্র। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক— উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ।
মূলত সিরিয়া সফরে আরাগচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে চলমান পরিস্থিতি মোকাবিলা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে দামেস্কে যান।
ইজরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে আরাগচি বলেন, “ইজরায়েলের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী ও কঠোর হবে। তারা আমাদের ইচ্ছার পরীক্ষা করতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সাথে গঠনমূলক আলোচনা করেছি এবং ইজরায়েলি আগ্রাসন মোকাবিলা চালিয়ে যেতে একমত হয়েছি। দামেস্ক ও বৈরুতে আমার সফরের বার্তা হলো, ইরান যেকোন পরিস্থিতিতে ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাশে থাকবে।”
এর আগে শুক্রবার বৈরুত সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইজরায়েলের বিরুদ্ধে ইরান ও হিজবুল্লাহর যখন পাল্টাপাল্টি হামলার বিরাজ করছে তখন মধ্যপ্রাচ্যে সিরিজ সফরে বেরিয়েছেন তিনি। সূত্র: মেহর নিউজ