ইজরায়েলি ৩ বন্দিকে মুক্তি দিলো হামাস
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৫
গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী, ইজরায়েলি ৩ বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। আজ রোববার সন্ধ্যায় হামাসের কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।
৩ জিম্মি রোমি গোনেন, এমিলি দামারি ও ডোরন স্টেইনব্রেচারকে রেড ক্রস এখন নেটজারিম করিডোর এলাকায় আইডিএফের (ইজরায়েলি নিরাপত্তা বাহিনী) কাছে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করেছে। আইডিএফ কর্মকর্তারাও এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ইজরায়েলি চ্যানেল ১২ জানায়, আইসিআরসি (ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস) গাজায় ইজরায়েলি ৩ বন্দিকে গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
৩ নারী জিম্মিকে রেড ক্রস গাজার একটি বিশেষ সেনা ইউনিটে নিয়ে যায়। সেখান থেকে তাদের ইজরায়েলের একটি সামরিক স্থাপনায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে। পরে তারা হাসপাতালে পৌঁছাবে, যেখানে তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করবেন।
মুক্তি পাওয়া ইজরায়েলের ৩ বন্দি
রোমি গোনেন Romi Gonen
২৪ বছর বয়সি রোমি গোনেন উত্তর ইজরায়েলের বাসিন্দা। ২০২৩ সালের ৭ অক্টোবর সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে হামাস যোদ্ধাদের হামলার সময় তাকে বন্দি করা হয়। রোমি সেই সময় গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। ওই সময় তার মা তাকে ফোনে শান্ত করার চেষ্টা করেছিলেন। পরে তার গাড়িটি ফাঁকা অবস্থায় পাওয়া যায় এবং ফোনটি গাজার ভেতরের একটি জায়গায় ট্রেস করা হয়।
এমিলি দামারি Emily Damari
২৮ বছর বয়সি এমিলি দামারি ব্রিটিশ-ইজরায়েলি নাগরিক। তিনি ইজরায়েলের দক্ষিণাঞ্চলে গাজার সীমানার কাছে কফার আযা কিব্বুটজে বেড়ে ওঠেন। সেই দিন হামাস যোদ্ধারা তার বাড়িতে আক্রমণ চালালে তার হাত ও পায়ে আঘাত লাগে। অক্টোবর মাসে তার মা মান্ডি দামারি বলেছিলেন, এমিলিকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। এতদিন ধরে এমনটাই আশঙ্কা করছিলেন তিনি।
ডোরন স্টেইনব্রেচার Doron Steinbrecher
৩১ বছর বয়সি ডোরন স্টেইনব্রেচার ভেটেরিনারি নার্স। তাকেও কফার আযা থেকে অপহরণ করা হয়। হামলার দিন তিনি তার বাবা-মায়ের জন্য বার্তা রেখে গিয়েছিলেন, তাকে বন্দি করা হয়েছে। তিনি ইজরায়েলি-রোমানিয়ান দ্বৈত নাগরিক এবং ২০২৪ সালের জানুয়ারিতে হামাসের প্রকাশিত ভিডিওতে আরও ২ বন্দির সঙ্গে তাকেও দেখা গিয়েছিল। সূত্র: টাইমস অফ ইয়েরায়েল