ইজরায়েলি হামলায় লেবাননে শতাধিক শিশু নিহত: ইউনিসেফ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৬, ২০২৪
লেবাননে ইজরায়েলি হামলায় একশোর বেশি শিশু নিহত ও ৬৯০ জনের বেশি শিশু আহত হয়েছে। বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ।
২৩ সেপ্টেম্বর থেকে হামলা চালিয়ে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন অঞ্চল ঘিরে ফেলেছে ইজরায়েল। চালানো হয়েছে নজিরবিহীন বিমান হামলা।
আন্তর্জাতিক সতর্কতা ও জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে তারা দক্ষিণ লেবাননে স্থল অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিরোধ করতে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাবনে ঢুকে পড়া কয়েকজন ইজরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে তারা।
হিজবুল্লাহ বলেছে, তারা তাদের ভূখণ্ডে ইজরায়েলি আগ্রাসন প্রতিহত করতে সীমান্তে কামান নিক্ষেপ করেছে। সেই সঙ্গে উত্তর ইজরায়েলের মানারায় নিহত ও আহতদের সরিয়ে নেওয়ার সময় ইজরায়েলি সেনাদের ওপর হামলা চালানো হয়েছে।