ইজরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৪৯
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ০৮, ২০২৫
গাজায় মঙ্গলবার ভোর থেকে চালানো ইজরায়েলি হামলায় ৫ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ আজ বুধবার এ তথ্য জানিয়েছে।
উত্তর গাজার জেইতুন এলাকায় ইজরায়েলি হামলায় পাঁচজন নিহত ও বহু মানুষ আহত হয়। মধ্য গাজার দেইর এল-বালাহ শহরের একটি অ্যাপার্টমেন্টে বোমা বিস্ফোরণে নিহত হয় একজন। এছাড়া বুরেইজ শরণার্থী শিবিরে চালানো হামলায় দুজন নিহত হয়েছে।
মঙ্গলবার আল-মাওয়াসি ক্যাম্পে তথাকথিত নিরাপদ অঞ্চলে ইজরায়েলি হামলায় ৫ শিশু নিহত হয়েছে। এই অঞ্চলে এত নিরাপত্তার প্রতিশ্রুতি সত্ত্বেও শিশুদের এভাবে প্রাণ হারানো মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গাজার শেখ রাদওয়ান এলাকায় কলাব পরিবারের বাড়িতে ইজরায়েলি বিমান হামলায় ১৫ দিনের এক নবজাতক নিহত ও কয়েকজন আহত হয়েছে। উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে ইজরায়েলি হামলায় একটি পরিবারের ৫ সদস্য নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলার সময় পরিবারটি ঘুমিয়ে ছিল। হামলার ফলে আশপাশের বাড়িগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
গাজার দেইর এল-বালাহ শহরে জাতিসংঘের খাদ্য কর্মসূচির একটি গুদামে ইজরায়েলি হামলায় কেয়ার প্যালেস্টাইনের এক কর্মী নিহত হয়। পাঁচ সন্তানের জনক ওই নিহত ব্যক্তি গাজার অসহায় মানুষের জন্য কাজ করতো।
কেয়ার প্যালেস্টাইন জানিয়েছে, এই সংঘাতে এখন পর্যন্ত ৩৬৩ সাহায্যকর্মী নিহত হয়েছে, যা একটি নজিরবিহীন ঘটনা।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলায় ৪৫ হাজার ৮৮৫ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৯ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে। অনেকে নিখোঁজ রয়েছে। যাদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারে নেই বলেই ধারণা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা