
ইজরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত ২৬
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : এপ্রিল ০৯, ২০২৫
গাজায় ইজরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় একই পরিবারের ৬ সদস্যসহ ২৬ ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৮১০ ছাড়িয়েছে।
পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ ও মানব উন্নয়নে সহায়তার সঙ্গে সম্পর্কিত ৬টি স্কুল বন্ধ করে দিয়েছে ইজরায়েল। মঙ্গলবার গাজাজুড়ে ইজরায়েলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলা চালায়।
এর মধ্যে উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় একটি বাড়িতে ইজরায়েলি যুদ্ধবিমান হামলায় একই পরিবারের ৬ সদস্য নিহত হয়। এছাড়া উত্তর-পশ্চিম গাজা শহরের একটি আশ্রয় কেন্দ্রের কাছে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলায় আরও চারজন নিহত হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, পশ্চিম গাজা শহরের আরেকটি হামলায় সাবেক একজন ফুটবল খেলোয়াড়ও নিহত হয়েছে।
এর বাইরে দক্ষিণ-পশ্চিম গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় কাঠ সংগ্রহ করতে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ড্রোন হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিসে আরও একজন ইজরায়েলি হামলায় নিহত এবং একই শহরে আগের ইজরায়েলি বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত হয়।
পাশাপাশি খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত তাঁবু লক্ষ্য করে ইজরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ ৬ ফিলিস্তিনি ও ১২ জন আহত হয়েছে।
একই সঙ্গে দক্ষিণ গাজার ইউনিভার্সিটি কলেজের কাছে বাড়িগুলোতে ইজরায়েলি বাহিনীর গোলাবর্ষণে আরও একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
এদিকে গাজা শহরের উপকূলীয় অঞ্চলের দিকেও ইজরায়েলি হামলা শুরু হয়েছে। তবে আহতদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
হামলার বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “গাজা এখন একটি হত্যাকাণ্ডের ময়দান হয়ে উঠেছে। মঙ্গলবার ভোর থেকে ইজরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় কমপক্ষে ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৫ হাজার ৬৮৮ জন আহত হয়েছে।
গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, এই সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইজরায়েল। এরপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইজরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইজরায়েলি বিমান হামলায় প্রায় ১৪০০ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছে। ইজরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সূত্র: আল জাজিরা