ইজরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা, বহু হতাহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৪

হিজবুল্লাহ আজ রোববার ভোরে ইজরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হিজবুল্লাহ।

বিবৃতিতে বলা হয়, হামলাগুলো রোববার সকালে চালানো হয়। ইজরায়েলের মানারা বসতিতে সমবেত হওয়া একটি সৈন্যদলকে রকেট হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া রামিয়া ঘাঁটিতে অবস্থানরত ইজরায়েলি সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ফলে সেখানে বহু সৈন্য হতাহত হয়েছে।

হিজবুল্লাহ আরও জানায়,একই ঘাঁটির অবস্থানরত বেশ কয়েকজন ইজরায়েলি সেনাও হতাহত হয়েছে, যখন তাদের সাঁজোয়া গাড়িতে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত করা হয়। ইজরায়েলের তেল শা’আর ঘাঁটিতে একটি কামানের গোলা হামলা এবং মি’ইলিয়া ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। ইজরায়েলের একটি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে।

ইজরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের রামিয়া গ্রামে ঢুকতে চেষ্টা করলে হিজবুল্লাহর যোদ্ধারা তাদের প্রতিহত করে। হিজবুল্লাহর যোদ্ধারা একটি বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে হামলা চালায়, যাতে কয়েকজন ইজরায়েলি সেনা হতাহত হয়েছে।

মধ্যম-পরিসরের অস্ত্র ও মেশিনগান ব্যবহার করা এই সংঘর্ষ এখনও চলমান রয়েছে। হিজবুল্লাহ তাদের হামলা আরও তীব্র করেছে, যখন ইজরায়েল লেবাননের ওপর বিমান হামলা বাড়িয়েছে এবং দক্ষিণ লেবাননে একটি স্থল অভিযান চালিয়েছে। ফলে সেখানে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বরে ইজরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দেওয়ার পর থেকে এ পর্যন্ত ১,৬৪৫ জন নিহত হয়েছে। এ নিয়ে এক বছরে লেবাননে ইজরায়েলি বাহিনীর হামলায় ২,২৫৫ জন নিহত হয়েছে। সূত্র: ইরনা ও আল-মায়াদিন