ইজরায়েলি অবস্থানে আজ ১১ বার হিজবুল্লাহর হামলা, ব্যাপক ক্ষতি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৪

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ রোববার ড্রোন ও রকেট দিয়ে সমন্বিত আক্রমণ চালিয়ে ইজরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপকভাবে আঘাত হেনেছে।

জানা গেছে, এই আক্রমণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও লেবাননের প্রতিরক্ষার উদ্দেশ্যে চালানো হয়। আজ সন্ধ্যায় হিজবুল্লাহর সামরিক মিডিয়া একাধিক বিবৃতির মাধ্যমে আক্রমণের বিবরণ প্রকাশ করেছে।

প্রথম আক্রমণ: রোববার মধ্যরাতে শেবার কাছে হাসান গেটের পাশে একটি ইজরায়েলি সেনা সমাবেশে প্রথম রকেট হামলা চালানো হয়।

দ্বিতীয় আক্রমণ: ১৫ মিনিট পরই হাগোশরিমে ইজরায়েলি সেনা সমাবেশে একঝাঁক রকেটের হামলা চালানো হয়।

তৃতীয় আক্রমণ: ভোর সাড়ে ৩টায় হিজবুল্লাহ বাহিনী আয়তরউনের কাছে ইজরায়েলি সেনাদের অনুপ্রবেশ প্রচেষ্টাকে প্রতিহত করে। যাতে ইজরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

চতুর্থ আক্রমণ: সকাল সোয়া ৯টায় কিরিয়াত শামেনায় ইজরায়েলি বসতি লক্ষ্য করে একটি রকেট স্যালভো চালানো হয়।

পঞ্চম আক্রমণ: সকাল সাড়ে ১০টায় হাউলা ও মার্কাবার পূর্ব দিকে ইজরায়েলি বাহিনীর সমাবেশকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।

ষষ্ঠ আক্রমণ: সকাল ১০:৩০ টায় একটি ড্রোন স্কোয়াড্রন দ্বারা আভিভিম বসতির কাছে ইজরায়েলি বাহিনীর সমাবেশে আকাশ থেকে আক্রমণ চালানো হয়।

সপ্তম আক্রমণ: সকাল ১১টা ০৮ মিনিটে আকর শহরের উত্তরাঞ্চলে অবস্থিত শ্রাগা ঘাঁটিতে রকেট স্যালভো চালানো হয়।

আরও ৪টি হামলা: সকাল ১১টা ৪০ মিনিটে ইভেন মেনাচেম, স্হুলা, জারিত এবং শোমেরা এলাকায় ধারাবাহিক রকেট হামলা চালানো হয়।

হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলাগুলো উত্তরাঞ্চলের ইজরায়েলি শহর ও বসতিগুলোতে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এর আগে ওই অঞ্চলের অধিবাসীদের দ্রুত সরে যেতে সতর্ক করা হয়।

ইজরায়েলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, কিছু ড্রোন ও রকেট তাদের সামরিক অবস্থানে আঘাত হেনেছে।

আক্রমণগুলো হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামের অংশ হিসেবে ইজরায়েলের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানকেই তুলে ধরেছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি