ইজরায়েলে দেড় শতাধিক রকেট হামলা হিজবুল্লাহর, আহত ১০

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৪

লেবানন থেকে ইজরায়েলি ভূখণ্ডে ১৬৫টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আজ রোববার সকাল থেকে এই হামলা শুরু হয়।

হিজবুল্লাহর হামলা ইজরায়েলের পাঁচটি স্থাপনায় সফলভাবে ছয়বার আঘাত আনতে সক্ষম হয়েছে। এর মধ্যে দুটি সামরিক স্থাপনা।

ইজরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব ও হাইফাসহ একাধিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট আঘাত এনেছে। এখন পর্যন্ত ১০ জন আহত হয়েছে। একজনের অবস্থা গুরুতর।

লেবাননে প্রধানত দক্ষিণ বৈরুতের এবং পূর্ব ও দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে ২৩ সেপ্টেম্বর থেকে ইজরায়েল হামলা জোরদার করে। পরে ৩০ সেপ্টেম্বর স্থল সেনা পাঠায়।

এর আগে প্রায় এক বছর ধরে হিজবুল্লাহ ও ইজরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় চলে। গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইজরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছোড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।

এতে ইজরায়েলে নিহত হয় এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর গাজায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইজরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

গাজায় ইজরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে।

ইজরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছে। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ।

স্থল অভিযানও শুরু করেছে ইজরায়েল। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা। সূত্র: আল জাজিরা