আ.লীগের গোপন বৈঠকে মেহের আফরোজ শাওন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৫, ২০২৫

আওয়ামী লীগের গোপন বৈঠকে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বৈঠকে সাবেক মন্ত্রীরাও ছিলেন।

ভারতের কলকাতার হোটেল পার্কে ১৫ জানুয়ারি ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সশরীরে ও ভার্চ্যুয়ালি অনেকে উপস্থিত ছিলেন।

গোয়েন্দা সদস্যদের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ তথ্য জানান।

ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন, কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসব বিষয় উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে।