আশিক আকবর

আশিক আকবর

আশিক আকবরের ৫ কবিতা

প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২০

আগুন

ধানমন্ডিতে আগুন লাগুক
ওইদিকে যাবার এক উপলক্ষ্য তৈরি হোক
ওই প্রজ্জলিত আগুনে শৈত্য তাড়াবো
ওই অগ্নির সাথে কথা বলবো
তাকে ছুয়ে দেব
ছুঁয়ে ছুঁয়ে গোলাপ প্রস্ফূটিত করবো
ওই গোলাপটি তার
যা কালা গোলাপের ভিতরটা খুললে লাল হৈয়া ফুইঠা ওঠে।
আগুন লাগুক,
কবির জন্য কবিতার সর্বাঙ্গে আগুন লাগুক।
পরিশুদ্ধ হোক আগুনের সকল ব্যবহার।

পাঁচটায় পৌঁছাতে হবে

কথা দিয়াছি পাঁচটার মধ্যে পৌঁছাবো
ছাইড়া দিয়া পির সাহেবের লাল ফ্রি চা
উইঠা বসছি ইজিবাইকে
আটকাইছি যখন বিখ্যাত জ্যামে নাইমাই উঠছি ময়মনসিংহ টু টাঙ্গাইল
রিলাকসে কাঠের টুলে বইসা যখন ভাবছি
পারবো তো পৌঁছাতে
তখন গাড়িতে টাংকা তোলা গাড় মারা হিজরা এলেন...
তৎক্ষণাৎ মনে হৈলো
ইহা ভুল গাড়ি
ইহা ভুল জ্যাম
হেঁটে ছুটাছুট
এই রিকশা যাবে?
এই ভ্যান!
এই, এই, ইজিবাইক!
এটা নাপিত খোলা
এটা সীমানা মোদের
থাইম্যা কইলো ইজির ড্রাইবার
নাইম্মাই, দৌড় দৌড়
এ যেন আশি দিনে বিশ্ব ভ্রমণ
জুলভার্ন
আর একজন! আর একজন!
হাঁকছে টেম্পো চালক
আসলে লাগে আরো দুই তিন মানুষ।
চেপেছি তবু
বলছি কথা কটাকট...
এঙ্গোলা, সিভিলিআন, আর্মি, এরশাদ, থানা নির্বাচন...
নামুন, নামুন, এটাই টাউন হল।
আসলে নামালো মমিনুননেছা কলেজের কোণ
আবার ইজি
ময়মনসিংহের যোনি পথ দিয়া
মাসকান্দা
দাড়িঅলা এনা ড্রাইবার
`কহি
কখন পৌঁছাবে ঢাকা?`
`জানি না।
এটা রিলাস্ক গাড়ি’
রিলাস্ক রিলাস্ক
ঘুম, মৃদু ঘুম
জেগে দেখি ভাওয়ালের গড়
ঘন শালবন...
চলছে দাড়িঅলার বেহেস্তের যান
চলছে...
পাঁচটায় পৌঁছাতেই হবে যাদুঘর
`কথা দিয়াছি আমি"
পৌঁছে যাব।
না পৌঁছালেও তেমন কোনো ক্ষতিবৃদ্ধি নেই
তবু পৌঁছাবো আমি
কবি ও কবিরা পৌঁছেই যায়
পৌঁছে তো যাবই
কেননা এমন ম্যাজিকশিআন এই আমি!
যার জুতা যাদুঘরে,
আই মিন মিউজিআমে, সংরক্ষিত হবে।

বৃত্তি

রাস্তায় টাকা কুড়ায়ে চলা কাজ
হাত পাতা ভিক্ষা
ভিক্ষুক কখনো রাস্তায় পড়ে থাকা টাকা কুড়াবে না
কুড়ালে সে পরিশুদ্ধ ভিক্ষুক না
ভিক্ষাবৃত্তি জগতের মহান বৃত্তি
জাতিসংঘ থেকে কাবা শরিফ
ওই টাকাতেই চলে
বৃত্তি ও কাজ এমতি এক ব্যাপার
যার মধ্যে বিরাজে অনন্ত পুলসেরাতের পুল

দৌড়

রান রান এবং রান...
কাঠি দৌড়ে সবাই জেতে। জেতেই।
সবাই হারে। হারেই।
কাঠিটা আমার, দেব কাকে এই কাঠি?
পক্ষই বা নেব কার?
সিদ্ধান্ত নাও!
সিদ্ধান্ত নাও!
হরিণের পিঠে চড়ে কেইবা তূর পাহাড়ে উঠবে!
কেইবা পাতার আড়াল নিয়া বইসা থাকবো ঘরকুনো বেঙ!
মশা আর কাক জ্যোৎস্নায়,
হুঁশ বেহুঁশে।
হুঁশে বেহুঁশে।
দৌড়, দৌড়, নিজের দিকেই দৌড়!

১৬ ডিসেম্বরের কবিতা

চেইন খুললেই বিবিটার আসে হাস
`সব জারিজুরি সায়ার তলেই ফাঁস`
মাগিরে মাগি
ভাতার খাবি
ভোদার ব্যবসা খুইল্লা খাস ডাইল ভাত
তাও তো হুনি খালি পড়ে কখনো তোর পাত
বিবিরে বিবি
ব্যবসা ভালা না
ব্যবসা করা ভালা মাইনসের কাম না
তারচে` চল না
করি রাজনীতির ছলনা
উপর নিচ সমান করি
নয়া এক দুইন্না গড়ি
ভাত মাংসের অভাব দেহা ভালা লাগে না
সইয্য আর হয় না রে বাজপাখিদের ছিনালিপনা
আয় রে বিবি বনে যাই
কামান বন্দুক তীর ধনু বানাই
সাঁওতাল মান্দি গরিব গাছড়া আর বাঙালি রে লৈয়া
চল না এক রাষ্ট্র বানাই নয়া
চাই চাই চাই,
ভাত ভোদা লিঙ্গের স্বাধীনতা চাই।
নতুন দুনিয়া ছাড়া এরে আর কই পাই?
দে, দে, দে, স্বাধীনতা দে
কত রক্ত নিবি রে, নে, নে, নে