আবু তাহের সরফরাজের পাঁচটি ইসলামি সঙ্গীত
প্রকাশিত : মার্চ ১১, ২০২৪
আমার বুকের এই জমিনে
আমার বুকের এই জমিনে তুলব কাবাঘর
হৃদমাঝারে উঠবে ধ্বনি আল্লাহু আকবর।
আল্লাহরই নাম শুনে মন হবে উদ্বেলিত
অশ্রুচোখে বইবে নদী আনন্দে আপ্লুত।
নিরানব্বই নামের গুণে
পাপ ও শোকের এই ভুবনে
উচ্ছ্বসিত আবেগে মন কাঁপবে থরো থর।।
হৃদয় ধুয়ে যাবে ময়লা পবিত্র ওই নামে
বেহেস্তেরই সৌরভে ফুল ফুটবে হৃদয়ধামে।
এই জীবনের যা আছে পাপ
তার সকলই হবে যে মাফ
শান্ত হয়ে যাবে আমার বুক কাঁপানো ঝড়।।
প্রেমিক তোমার প্রেমের দরজা
প্রেমিক তোমার প্রেমের দরজা খুলে প্রেম দ্যাখাও
তোমার প্রেমে লীন হয়ে আজ ছাড়ব জীবন নাও।
ঝড়-তুফানে হারাই যদি সঠিক পথের দিশা
তোমার নূরের ঝলক যেন কাটায় অমানিশা।
পাপ তরণীর মাঝি মাল্লা
দিচ্ছে জীবনস্রোতে পাল্লা
তাদের মাঝে আমার নাওটি তোমার কোরে নাও।।
রঙ-বেরঙের পাল তুলে নাও চলবে সাগর বুকে
পাহাড় সমান ঢেউ এলেও তা চলবে যে সম্মুখে।
বৈঠা হাতে বসব আমি
কলমা মুখে জগৎস্বামী
এই জীবনের অথই সাগর পার করিয়ে দাও।।
তোমার নামে
তোমার নামে সূর্য ওঠে পূব আকাশে মুখ তুলে
তোমার নামে সূর্য ডোবে অন্ধকারের ভাঁজ খুলে।
তোমার নামের তসবিহ জপে চাঁদ-সেতারা আসমানে
তোমার বহিঃপ্রকাশ দেখি এই জগতের সবখানে।
তুমি শুরু তুমিই যে শেষ
আর সকলই স্বপ্ন আবেশ
তোমার নূরের কিস্তি ভাসে সাত আকাশের ওই কূলে।।
লক্ষকোটি গ্যালাক্সি আর নীহারিকার ওই পথে
ফেরেস্তারা যায় ও আসে কী জানি কার সাক্ষাতে!
চন্দ্র সূর্য গ্রহতারা
কক্ষপথে ঘুরছে তারা
নিয়ম মেনে চলছে সবাই, মানুষ শুধু যায় ভুলে।।
পথ না চিনে
পথ না চিনে পথ হেঁটেছি আমি গোনাহগার
আল্লাহ আমায় দাও গো ক্ষমা নিজ গুণে তোমার।
এই পৃথিবীর গোলকধাঁধায় ঘুরছে যে মানুষ
ভাবছে না কেউ জীবনটা এক মুহূর্তের ফানুস।
এই মানুষের ভিড়ে আমি
আরেক মানুষ ওগো স্বামী
তোমার অনুভবের দরজা দাও খুলে আমার।
এক আকাশের নিচে মানুষ কেউ কারো নয় চেনা
রঙবাহারি বাজার খুলে করছে বেচাকেনা
হঠাৎ করেই রোজ কেয়ামত
আসবে যখন সব নেয়ামত
ধ্বংস হয়ে থাকবে শুধু আরশ খোদা তালার।।
খোদার নূর
আসবে কবে সেদিন আমার দেখবো চোখে খোদার নূর
আল্লাহ তোমার প্রেমপিয়াসী এই প্রেমিকের হৃদয়পুর।
সুন্দরে লীন চাই যে হতে অসুন্দরের জগতে
যদিও তা মিলবে না হায় এ সংসারে নগদে!
তৃষ্ণাবুকে খুঁজি সুন্দর
খুলে বুকের গোপন অন্দর
অনুভবে পাই যে তাকে, দেখি না তার রূপের নূর।।
সব মানুষই যে যার মতো বেঁচে আছে সংসারে
আমিই কেবল শূন্যবুকে পূর্ণ হতে চাই তারে।
সকল কিছুর যিনি সুন্দর
তার চরণে দেব অন্তর
আল্লাহ আমায় দাও গো দিদার, চাই না আমি বেহেস্ত হুর।।
সঙ্গীতগুলো সরকারিভাবে কপিরাইট করা। সুতরাং, কবির অনুমতি ছাড়া কোনো সঙ্গীত কিংবা অংশবিশেষ বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেয়া হবে